04.উল্কা শয়তান তাড়াবার ক্ষেপণাস্ত্র

Print Friendly, PDF & Email

কোরআন ৩৭ঃ ৬-১০

আমি নিকটবর্তী আসমানকে তারকারাজির সৌন্দর্য দ্বারা সুশোভিত করেছি,
— Taisirul Quran
আমি নিকটবর্তী আকাশকে নক্ষত্ররাজির সুষমা দ্বারা সুশোভিত করেছি।
— Sheikh Mujibur Rahman
নিশ্চয় আমি কাছের আসমানকে তারকারাজির সৌন্দর্যে সুশোভিত করেছি।
— Rawai Al-bayan
নিশ্চয় আমরা কাছের আসমানকে নক্ষত্ররাজির সুষমা দ্বারা সুশোভিত করেছি [১]
— Dr. Abu Bakr Muhammad Zakaria

আর (এটা করেছি) প্রত্যেক বিদ্রোহী শয়ত্বান থেকে সুরক্ষার ব্যবস্থা হিসেবে।
— Taisirul Quran
এবং রক্ষা করেছি প্রত্যেক বিদ্রোহী শাইতান হতে।
— Sheikh Mujibur Rahman
আর প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে হিফাযত করেছি।
— Rawai Al-bayan
এবং রক্ষা করেছি প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে [১]।
— Dr. Abu Bakr Muhammad Zakaria

যার ফলে তারা উচ্চতর জগতের কিছু শুনতে পারে না, চতুর্দিক থেকে তাদের প্রতি নিক্ষেপ করা হয় (উল্কাপিন্ড)
— Taisirul Quran
ফলে তারা উর্ধ্ব জগতের কিছু শ্রবণ করতে পারেনা এবং তাদের প্রতি উল্কা নিক্ষিপ্ত হয় সকল দিক হতে –
— Sheikh Mujibur Rahman
তারা ঊর্ধ্বজগতের কিছু শুনতে পারে না, কারণ প্রত্যেক দিক থেকে তাদের দিকে নিক্ষেপ করা হয় (উল্কাপিন্ড)।
— Rawai Al-bayan
ফলে তারা ঊর্ধ্ব জগতের কিছু শুনতে পারে না [১]। আর তাদের প্রতি নিক্ষিপ্ত হয় সব দিক থেকে—
— Dr. Abu Bakr Muhammad Zakaria

(তাদেরকে) তাড়ানোর জন্য। তাদের জন্য আছে বিরামহীন শাস্তি।
— Taisirul Quran
বিতাড়নের জন্য এবং তাদের জন্য রয়েছে অবিরাম শাস্তি।
— Sheikh Mujibur Rahman
তাড়ানোর জন্য, আর তাদের জন্য আছে অব্যাহত আযাব।
— Rawai Al-bayan
বিতাড়নের জন্য [১] এবং তাদের জন্য আছে অবিরাম শাস্তি।
— Dr. Abu Bakr Muhammad Zakaria

আসুন তাফসীরে জালালাইন থেকে এই আয়াতের তাফসীর পড়ে নিই, [1]

কোরআন ৬৭ঃ৫

আমি নিকটবর্তী আকাশকে প্রদীপমালা দিয়ে সুসজ্জিত করেছি আর শয়ত্বানকে তাড়িয়ে দেয়ার জন্য, এবং প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি
— Taisirul Quran
আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করেছি প্রদীপমালা দ্বারা এবং ওগুলিকে করেছি শাইতানের প্রতি নিক্ষেপের উপকরণ এবং তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি।
— Sheikh Mujibur Rahman
আমি নিকটবর্তী আসমানকে প্রদীপপুঞ্জ দ্বারা সুশোভিত করেছি এবং সেগুলোকে শয়তানদের প্রতি নিক্ষেপের বস্তু বানিয়েছি। আর তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুনের আযাব।
— Rawai Al-bayan
আর অবশ্যই আমরা নিকটবর্তী আসমানকে সুশোভিত করেছি প্রদীপমালা দ্বারা [১] এবং সেগুলোকে করেছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ এবং তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি।
— Dr. Abu Bakr Muhammad Zakaria

তথ্যসূত্র

  1. তাফসীরে জালালাইন, পঞ্চম খণ্ড, পৃষ্ঠা ৩৯৩ []
সর্বস্বত্ব সংরক্ষিত © সংশয় - চিন্তার মুক্তির আন্দোলন