কোরআন থেকেই আমেরিকা আবিষ্কার?

Print Friendly, PDF & Email

খুবই উদ্ভট একটি দাবী। যেহেতু ওয়াজ মাহফিলগুলোতে বক্তব্যের চ্যালেঞ্জ জানাবার মত কেউ থাকে না, তাই হুজুরগণ যা ইচ্ছা তাই বলতে পারেন। মাশাল্লাহ সোভানাল্লাহ বলতে বুদ্ধিমত্তার প্রয়োজন হয় না, নিম্নস্তরের বুদ্ধিমত্তাই এর জন্য যথেষ্ট। তবে যুক্তি প্রমাণ দিয়ে কথা বলতে বুদ্ধিমত্তার দরকার হয়।