01.উঁচু স্তনের স্বর্গবেশ্যা

Print Friendly, PDF & Email

আসুন শুরুতেই বাংলাদেশের আলেম ওলামাদের কিছু বক্তব্য শুনে নেয়া যাক,

কোরআন ও হাদিসে হুর বা স্বর্গবেশ্যাদের বেশ কিছু শারীরিক বর্ণনা যা পাওয়া যায়, তা হচ্ছে অনেকটা এরকম,

আর সমবয়স্কা নব্য যুবতী
— Taisirul Quran
এবং সম বয়স্কা যুবতীবৃন্দ;
— Sheikh Mujibur Rahman
আর সমবয়স্কা উদ্‌ভিন্ন যৌবনা তরুণী।
— Rawai Al-bayan
আর সমবয়স্কা [১] উদ্ভিন্ন যৌবনা তরুণী
— Dr. Abu Bakr Muhammad Zakaria
– সূরা নাবা, আয়াত ৩৩

তাদের কাছে থাকবে সংযত নয়না, সতী সাধ্বী, ডাগর ডাগর সুন্দর চক্ষু বিশিষ্টা সুন্দরীরা (হুরগণ)।
— Taisirul Quran
আর তাদের সঙ্গে থাকবে আনত নয়না আয়তলোচনা হুরবৃন্দ।
— Sheikh Mujibur Rahman
তাদের কাছে থাকবে আনতনয়না, ডাগরচোখা।
— Rawai Al-bayan
তাদের সঙ্গে থাকবে আনতনয়না [১] ডাগর চোখ বিশিষ্টা [২] (হুরীগণ)।
— Dr. Abu Bakr Muhammad Zakaria
– সূরা আস-সাফফাত, আয়াত ৪৮

সূরা ওয়াকিয়া, আয়াত ৩৫
তাদেরকে (অর্থাৎ ঐ হুরদেরকে) আমি সৃষ্টি করেছি এক অভিনব সৃষ্টিতে,
— Taisirul Quran
তাদের জন্য আমি করেছি বিশেষ সৃষ্টি।
— Sheikh Mujibur Rahman
নিশ্চয় আমি হূরদেরকে বিশেষভাবে সৃষ্টি করব।
— Rawai Al-bayan
নিশ্চয় আমরা তাদেরকে সৃষ্টি করেছি বিশেষরূপে [১]—
— Dr. Abu Bakr Muhammad Zakaria
সূরা ওয়াকিয়া, আয়াত ৩৬
আর তাদেরকে করেছি কুমারী,
— Taisirul Quran
তাদেরকে করেছি কুমারী,
— Sheikh Mujibur Rahman
অতঃপর তাদেরকে বানাব কুমারী,
— Rawai Al-bayan
অতঃপর তাদেরকে করেছি কুমারী [১],
— Dr. Abu Bakr Muhammad Zakaria
সূরা ওয়াকিয়া, আয়াত ৩৭
স্বামী ভক্তা, অনুরক্তা আর সমবয়স্কা,
— Taisirul Quran
সোহাগিনী ও সমবয়স্কা –
— Sheikh Mujibur Rahman
সোহাগিনী ও সমবয়সী।
— Rawai Al-bayan
সোহাগিনী [১] ও সমবয়স্কা [২],
— Dr. Abu Bakr Muhammad Zakaria

এবারে আসুন কোরআনের আয়াতটির অর্থ তাফসীরে ইবনে কাসীর থেকে জেনে নিই,

বেহেশতের হুরীদের 4
বেহেশতের হুরীদের 6

এবারে আসুন আর একটি হাদিস পড়ি, [1]

বেহেশতের হুরীদের 8

তথ্যসূত্র

  1. তাহক্বীক রিয়াজুস সালিহীন, ইমাম নববী, তাহক্বীক- আল্লামা নাসিরুদ্দীন আলবানী, তাওহীদ পাবলিকেশন্স, পৃষ্ঠা ৮৪১, হাদিস নম্বর ৬/১৮৯৪ []
সর্বস্বত্ব সংরক্ষিত © সংশয় - চিন্তার মুক্তির আন্দোলন