15.অমুসলিমদের সাথে বসবাস নিষিদ্ধ

Print Friendly, PDF & Email

নবী মুহাম্মদ কাফের অমুসলিমদের সাথে বসবাস সম্পূর্ণ নিষিদ্ধ করে গেছেন। কাফেরদের সাথে যারা বসবাস করবে, কিয়ামতের দিনে কাফেরদের মতই তারো একইভাবে বিচার হবে বলেও ঘোষণা করেছেন। আসুন শুরুতে এই বিষয়ে কিছু আলোচনা শুনে নিই,

সুনান আবূ দাউদ (তাহকিককৃত)
অধ্যায়ঃ ৯/ জিহাদ
১৮২. মুশরিকদের এলাকায় অবস্থান সম্পর্কে
২৭৮৭। সামুরাহ ইবনু জুনদুব (রাঃ) সূত্রে বর্ণিত। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কেউ কোনো মুশরিকের সাহচর্যে থাকলে এবং তাদের সাথে বসবাস করলে সে তাদেরই মতো।(1)
(1). সহীহ।
হাদিসের মানঃ সহিহ (Sahih)

একইসাথে, ইসলামের আকীদা হচ্ছে অমুসলিমদের সম্পর্কে সর্বদাই বিদ্বেষ ও ঘৃণা পোষণ করতে হবে। আসুন সারা পৃথিবীর সর্বোচ্চ ইসলামিক আলেম শায়েখ সালিহ আল-ফাওযান কী বলেছেন সেটি দেখে নিই [1]

মুশরিক 6
মুশরিক 8

তথ্যসূত্র

  1. আল ইরশাদ-ছ্বহীহ আক্বীদার দিশারী, মাকতাবুস সুন্নাহ প্রকাশনী, পৃষ্ঠা ৪৩৩-৪৩৪ []
সর্বস্বত্ব সংরক্ষিত © সংশয় - চিন্তার মুক্তির আন্দোলন