কবরের চিৎকার প্রাণীরা শুনতে পায়

Print Friendly, PDF & Email

ইসলামি বিশ্বাস অনুসারে, প্রাণীরা কবরে থাকা মৃত মানুষদের চিৎকার শুনতে পায়। তাহলে কবরের পাশে একটি মেশিন লাগিয়ে সেই শব্দ তরঙ্গ পরীক্ষা করলেই কিন্তু মৃত মানুষদের কথা শোনা যেতো, তাই না? আজকাল মহাকাশের শব্দ পর্যন্ত বিজ্ঞানীরা যন্ত্রের সাহায্যে রেকর্ড করে ফেলছে, মৃত মানুষের চিৎকার কেন রেকর্ড করতে পারছে না?

সুনান আবূ দাউদ (তাহকিককৃত)
৩৫/ সুন্নাহ
পরিচ্ছেদঃ ২৭. কবরের জিজ্ঞাসাবাদ এবং শাস্তি প্রসঙ্গে
৪৭৫২। আব্দুল ওয়াহাব (রাঃ) সূত্রে অনুরূপ হাদীস বর্ণিত। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, যখন কোনো লোককে কবরে রেখে তার সঙ্গীরা এতটুকু দূরে চলে যায় যেখান থেকে সে তাদের জুতার শব্দ শুনতে পায় তখন তার নিকট দু’ জন ফিরিশতা এসে বলে … অতঃপর প্রথমোক্ত হাদীসের অনুরূপ। তবে এতে কাফিরেরর সঙ্গে মুনাফিকের কথা রয়েছে এবং বলা হয়েছেঃ আর কাফির ও মুনাফিককে প্রশ্ন করা হবে। তিনি বলবেন, মানব ও জীন ছাড়া যারা কবরের নিকট থাকে সকলেই চিৎকার শুনতে পায়।[1]
সহীহ।
[1]. এর পূর্বেরটি দেখুন।
হাদিসের মানঃ সহিহ (Sahih)

আসুন মুফতি ইব্রাহিমের দুইটি ওয়াজ শুনে নিই,