21.নারীদের রাস্তার মাঝ দিয়ে চলা যাবে না

Print Friendly, PDF & Email

একজন নবী মহিলাদের রাস্তার মাঝখান দিয়ে চলাচল না করার নির্দেশ দেন এবং পরিবর্তে রাস্তার পাশ দিয়ে হাঁটতে বলেন। এর ফলে মহিলাদের দেয়াল ঘেষে হাঁটতে বাধ্য হতে হয়, যার ফলে তাদের পোশাক দেয়ালে আটকে যায়। এই বক্তব্যটি স্পষ্টতই নারী অবমাননাকর এবং অসভ্য। এই ঘটনা লিঙ্গবৈষম্যের একটি স্পষ্ট উদাহরণ। পুরুষ মনে করেন যে রাস্তা তাদের নিয়ন্ত্রণে থাকা উচিত এবং মহিলাদের তাদের নির্দেশ মেনে চলতে হবে। সমাজে লিঙ্গবৈষম্য দূর করতে এবং মহিলাদের সমান অধিকার নিশ্চিত করতে এই ধরণের মানসিকতা পরিবর্তন করা জরুরি।

সূনান আবু দাউদ (ইফাঃ)
অধ্যায়ঃ ৩৮/ সালাম
৫১৮২. আবদুল্লাহ ইবন মাসলামা (রহঃ) ………. আবূ উসায়দ আনসারী (রাঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বর্ণনা কবতে শুনেছেন; যখন তিন মসজিদ থেকে বেরিয়ে দেখতে পান যে, পুরুষেরা রাস্তার মাঝে মহিলাদের সাথে মিশে যাচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের বলেনঃ তোমরা অপেক্ষা কর! তোমাদের রাস্তার মাঝখান দিয়ে চলাচল করা উচিত নয়, বরং তোমরা রাস্তার এক পাশ দিয়ে যাবে। এরপর মহিলারা দেয়াল ঘেষে চলাচল করার ফলে অধিকাংশ সময় তাদের কাপড় দেয়ালের সাথে আটকে যেত।
হাদিসের মানঃ হাসান (Hasan)