03.জিবরাইলের সাথে কোথায় সাক্ষাৎ হয়েছিল?

Print Friendly, PDF & Email

কোরআনের এই আয়াত দুইটি লক্ষ্য করুন। এখানে বলা হচ্ছে, জিবরাইলের সাথে মুহাম্মদের দ্বিতীয়বার দেখা হয়েছিল সিদরাতুল মুনতাহার কাছে, প্রথমবার দেখা হয়েছিল অন্য আরেকটি সময়ে [1] [2]। কিন্তু মেরাজের হাদিস থেকে জানা যায়, সেই রাতে জিবরাইল মক্কায় এসে মুহাম্মদকে নিয়ে গিয়েছিল। তাহলে কোরআনে সিদরাতুল মুনতাহার কাছে দেখা হয়েছিল, এমন কথা লিখিত হল কেন? একটি উদাহরণ দিচ্ছি। ধরুন কলিমুদ্দীনের সাথে আমার দেখা হল কমলাপুর রেলস্টেশনে। সেখান থেকে আমরা এয়ারপোর্টে গেলাম। এরপরে প্লেনে চেপে জার্মানির বার্লিনে এসে পৌঁছালাম। এরপরে কাজ শেষে আবার ঢাকা এয়ারপোর্ট আসলাম, এরপরে কমলাপুর চলে গেলাম। তাহলে, কলিমুদ্দীনের সাথে আমার কোথায় দেখা হয়েছিল বলে আমি বর্ণনা করবো? বার্লিনে দেখা হয়েছিল, এরকম কথা বলবো, নাকি তার সাথে দেখা হয়েছি কমলাপুরে, এই কথাটি বলাটিই সঠিক হবে? তাহলে, সেই রাতে তো জিবরাইলের সাথে দেখা হয়েছিল মক্কায়, এরকম বিবরণ থাকার কথা। সিদরাতুল মুনতাহাতেও নিশ্চয়ই দেখা হয়েছিল, কিন্তু সেটি তো পুরো ঘটনার মাঝের একটি ঘটনা। এরকম ঘটনা বর্ণনার সময় সাধারণত মানুষ ঐ মূহুর্তটিকেই সাক্ষাতের সময় হিসেবে বিবেচনা করে, যখন তার সাথে প্রথম সাক্ষাৎ হল! প্রথম মূহুর্তের কথাই বলা হয়, পরের মূহুর্তের কথা বলা হয় না। বিষয়টি একটু ভেবে দেখুন, [3]

53:13
অবশ্যই সে [অর্থাৎ নবী (সা.)] তাকে [অর্থাৎ জিবরাঈল (আঃ)-কে] আরেকবার দেখেছিল
— Taisirul Quran
নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল।
— Sheikh Mujibur Rahman
আর সে তো তাকে* আরেকবার** দেখেছিল। * জিবরীলকে।
— Rawai Al-bayan
আর অবশ্যই তিনি তাকে আরেকবার দেখেছিলেন
— Dr. Abu Bakr Muhammad Zakaria

53:14
শেষসীমার বরই গাছের কাছে,
— Taisirul Quran
সিদরাতুল মুনতাহার নিকট,
— Sheikh Mujibur Rahman
সিদরাতুল মুনতাহার* নিকট। * সিদরাতুল মুনতাহা হল সপ্তম আকাশে আরশের ডান দিকে একটি কুল জাতীয় বৃক্ষ, সকল সৃষ্টির জ্ঞানের সীমার শেষ প্রান্ত। তারপর কি আছে, একমাত্র আল্লাহই জানেন।
— Rawai Al-bayan
‘সিদরাতুল মুন্তাহা’ তথা প্রান্তবর্তী কুল গাছ এর কাছে [১],
— Dr. Abu Bakr Muhammad Zakaria

তথ্যসূত্র

  1. সহীহ মুসলিম, হাদীস একাডেমী, হাদিসঃ ৩২৮ []
  2. সহীহ মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন, হাদিসঃ ৩৩৬ []
  3. সূরা আন-নজম, আয়াত ১৩, ১৪ []
সর্বস্বত্ব সংরক্ষিত © সংশয় - চিন্তার মুক্তির আন্দোলন