জিব্রাইলের ৬০০ ডানা

Print Friendly, PDF & Email

হিন্দু ধর্মে যেমন দূর্গা দেবীর দশ হাত, ব্রহ্মা দেবতার তিন মাথার কথা বলা আছে, ইসলামেও একইভাবে জিব্রাইলের ৬০০ ডানার কথা বলা আছে। কিন্তু মহাবিশ্বে ভ্রমণের জন্য পাখনা কেন লাগে, আর এতগুলো পাখনা থাকার উপকারিতা কী, বেশি পাখনা থাকলে কীভাবে উড়ার ক্ষেত্রে বেশি সুবিধা পাওয়া যায়, সেগুলো নিয়ে ভাবলে এগুলো খুব হাস্যকর বিষয় বলেই মনে হবে।

সহীহ বুখারী (তাওহীদ)
অধ্যায়ঃ ৫৯/ সৃষ্টির সূচনা
পরিচ্ছদঃ ৫৯/৭. তোমাদের কেউ যখন আমীন বলে আর আকাশের ফেরেশতাগণও আমীন বলে। অতঃপর একের আমীন অন্যের আমীনের সঙ্গে মিলিতভাবে উচ্চারিত হয় তখন পূর্বের পাপরাশি মুছে দেয়া হয়।
৩২৩২. আবূ ইসহাক শায়বানী (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি যির ইবনু হুবাইশ (রাঃ)-কে মহান আল্লাহর এ বাণীঃ ‘‘অবশেষে তাদের মধ্যে দুই ধনুকের দূরত্ব রইল অথবা আরও কম। তখন আল্লাহ স্বীয় বান্দার প্রতি যা ওয়াহী করার ছিল, তা ওয়াহী করলেন’’- (আন্-নাজম ৯-১০)। এ সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, ইবনু মাস‘ঊদ (রাঃ) আমাদের নিকট বর্ণনা করেছেন যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাঈল (আঃ)-কে দেখেছেন। তাঁর ছয়শ’টি ডানা ছিল। (৪৮৫৬, ৪৮৫৭) (মুসলিম ১/৭৬ হাঃ ১৭৪) (আধুনিক প্রকাশনীঃ ২৯৯২, ইসলামিক ফাউন্ডেশনঃ ৩০০২)
হাদিসের মানঃ সহিহ (Sahih)