প্রতিটি প্রাণী জোড়ায় জোড়ায়

Print Friendly, PDF & Email

জীববিজ্ঞান সম্পর্কে সাধারণ জ্ঞান যাদের রয়েছে, তারা নিশ্চয়ই পারথেনোজেনেসিস শব্দটি শুনেছেন। অপুংজনি বা পারথেনোজেনেসিস হলো অযৌন প্রজননের একটি প্রাকৃতিক রূপ যাতে গর্ভাধান ছাড়াই ভ্রূণের বৃদ্ধি এবং বিকাশ ঘটে। প্রাণীদের ক্ষেত্রে পার্থেনোজেনেসিস অর্থ হলো একটি অনিষিক্ত ভ্রুণকোষ থেকে ভ্রূণের বিকাশ হওয়া। নিচের ছবিটি লক্ষ্য করুন, নিচের ছবির প্রাণীটি অযৌন প্রক্রিয়ায় বংশবিস্তার করে, যারা সকলেই নারী। মাঝখানের ছবির প্রাণীটি একটি অল ফিমেল প্রাণী, অর্থাৎ এই প্রাণীটির শুধুমাত্র নারীই হয়, পুরুষ হয় না [1]। এরকম আরও প্রাণী রয়েছে।

The asexual, all-female whiptail species Aspidoscelis neomexicanus (center), which reproduces via parthenogenesis

একইসাথে, যারা উদ্ভিদবিজ্ঞান পড়েছেন, তারা স্ব-পরাগায়ন কাকে বলে নিশ্চয়ই জানেন। কোন ফুলের পরাগরেণু সেই একই ফুলের অথবা সেই একই উদ্ভিদের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে তাকে স্ব-পরাগায়ন বলে। উদাহরণ- সরিষা,ধুতুরা,সন্ধ্যামালতী, শিম, টমেটো ইত্যাদি। স্ব-পরাগায়নে জন্মলাভ করা উদ্ভিদের বৈশিষ্ট্য মাতৃ-উদ্ভিদের হুবহু অনুরূপ হয়। স্ব-পরাগায়ন এসব উদ্ভিদের একই শরীরে নারী ও পুরুষের বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। তাই আলাদা করে নারী পুরুষ বিভাজন থাকে না।

অথচ কোরআনে দুইটি আয়াতে বলা হয়েছে, প্রতিটি বস্তু এবং প্রাণীকে আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এই আয়াতের ব্যাখ্যাতে ক্লাসিক্যাল তাফসীরগুলোতে পরিষ্কারভাবেই বলা আছে, প্রতিটি প্রাণীকে নাকি আল্লাহ নারী ও পুরুষ এরকম জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। [2] [3]

পূত পবিত্র সেই সত্তা যিনি জোড়া সৃষ্টি করেছেন প্রত্যেকটির যা উৎপন্ন করে যমীন, আর তাদের নিজেদের ভিতরেও আর সে সবেও যা তারা জানে না।
— Taisirul Quran
পবিত্র মহান তিনি, যিনি উদ্ভিদ, মানুষ এবং তারা যাদেরকে জানেনা তাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়।
— Sheikh Mujibur Rahman
পবিত্র ও মহান সে সত্তা যিনি সকল জোড়া জোড়া সৃষ্টি করেছেন, যমীন যা উৎপন্ন করেছে তা থেকে, মানুষের নিজদের মধ্য থেকে এবং সে সব কিছু থেকেও যা তারা জানে না ।
— Rawai Al-bayan
পবিত্র ও মহান তিনি, যিনি সৃষ্টি করেছেন সকল প্রকার সৃষ্টি, যমীন থেকে উৎপন্ন উদ্ভিদ এবং তাদের (মানুষদের) মধ্য থেকেও (পুরুষ ও নারী)। আর তারা যা জানে না তা থেকেও [১]।
— Dr. Abu Bakr Muhammad Zakaria

আমি প্রত্যেকটি বস্তু সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, যাতে তোমরা শিক্ষা গ্রহণ কর।
— Taisirul Quran
আমি প্রত্যেক বস্তু সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, যাতে তোমরা উপদেশ গ্রহণ কর।
— Sheikh Mujibur Rahman
আর প্রত্যেক বস্তু থেকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আশা করা যায়, তোমরা উপদেশ গ্রহণ করবে।
— Rawai Al-bayan
আর প্রত্যেক বস্তু আমরা সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় [১], যাতে তোমরা উপদেশ গ্ৰহণ কর।
— Dr. Abu Bakr Muhammad Zakaria

আসুন এই বিষয়ে তাফসীরগুলো পড়ে দেখা যাক। প্রথমেই তাফসীরে জালালাইন থেকে পড়ি [4]

2
4

এবারে আসুন তাফসীরে ইবনে কাসীর থেকে পড়ি [5]

6

তথ্যসূত্র

  1. New Mexico whiptail []
  2. কোরআন, সূরা ইয়াসিন, আয়াত ৩৬ []
  3. কোরআন, সূরা যারিয়াত, আয়াত ৪৯ []
  4. তাফসীরে জালালাইন, পঞ্চম খণ্ড, পৃষ্ঠা ৩৩৬-৩৩৯ []
  5. তাফসীরে ইবনে কাসীর, নবম খণ্ড, পৃষ্ঠা ৩৫৫ []
সর্বস্বত্ব সংরক্ষিত © সংশয় - চিন্তার মুক্তির আন্দোলন