সুন্নতী বাল্যবিবাহের পক্ষে আন্দোলন

Print Friendly, PDF & Email

বহুবছর ধরেই বাঙলাদেশের ইসলামিস্টগণ বাল্যবিবাহের পক্ষে আন্দোলন করে যাচ্ছে। এই আন্দোলনের স্লোগানে তারা দাবী করছে, যেহেতু এটি নবীর সুন্নত, তাই একে নিষিদ্ধ করা যাবে না। মুমিন ভাইদের নাকি অধিকার রয়েছে, বাল্যবিবাহ করার এবং তাদের মেয়ে বাচ্চাদের বিয়ে দেয়ার। আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ওলামা লীগ এই নিয়ে অনেকদিন ধরেই মাঠ গরম করছে। তাদের দাবী হচ্ছে, সুন্নতী বাল্যবিবাহকে আইনগত বৈধতা দিতে হবে, যেন তারা অবাধে পেডোফিলিয়ার চর্চা চালিয়ে যেতে পারে! [1]

সেইসাথে আরো বিব্রতকর খবর হচ্ছে, সৌদি আরবে বাচ্চা মেয়েদেরও বোরখা পড়তে সৌদি ইসলামিক স্কলারগণ নির্দেশ দিয়েছেন। কারণ হিসেবে তারা বলেছেন, বাচ্চা মেয়েদের দেখলেও তাদের নাকি যৌন উত্তেজনা হয়! [2] [3]

বাল্যবিবাহ খাস সুন্নত
সুন্নতী বাল্যবিবাহের বিরোধীতা, নবীর বিরোধীতা
বাল্যবিবাহের বিরুদ্ধে বিষেদাগার করা যাবে না

বাল্যবিবাহ, অধিক সন্তান জন্মদান ইত্যাদি বিষয়ে জনসমর্থনের জন্য প্রতিদিন ওয়াজও চলে দেশের বিভিন্ন অঞ্চলে, যা ভয়াবহ আকার ধারণ করেছে। আসুন এই বিষয়ে একটি ওয়াজও শুনে নিই,

এবারে আসুন আরো একটি ওয়াজ শুনি,

বাল্যবিবাহের বিরুদ্ধে কথা বলায় ডিবিগ্রাম ইউনিয়নের ধানবিলা গ্রামের মৃত ফয়েজ উদ্দিন সরকারের ছেলে সমাজকর্মী আবু সালেহ মো. আব্দুল মাজেদকে হুমকি দিয়ে একটি চিঠি পাঠিয়েছিল আনসারুল্লাহ বাংলা টিম। ভীত আব্দুল মাজেদ এই নিয়ে একটি জিডিও করেছিলেন। আসুন দেখি, উগ্রপন্থী ইসলামিস্টরা কেন সেই মানুষটিকে হুমকি দিয়েছিল, [4]

এবারে আসুন আবদুর রাজ্জাক বিন ইউসুফের একটি বক্তব্য শুনে নিই,

তথ্যসূত্র

  1. ‘বাল্যবিবাহ নিরোধ নামক কুফরি আইন প্রত্যাহার করে…এসব এনজিও নিষিদ্ধ করতে হবে[]
  2. Saudi Arabian cleric declares babies should wear burkas []
  3. ‘Even BABIES must wear the burka’: Saudi cleric says newborn girls should have their faces veiled to help ward off sex attacks []
  4. পাবনায় এক ব্যক্তিকে ‘শিরশ্ছেদের হুমকি আনসারুল্লাহর’ []
সর্বস্বত্ব সংরক্ষিত © সংশয় - চিন্তার মুক্তির আন্দোলন