22.তিনদিন পরে ছিল মুহাম্মদের লাশ

Print Friendly, PDF & Email

আয়িশার সীরাত থেকে আয়িশার বক্তব্য থেকে জানা যায়, তিনদিন কবর না দিয়ে মুহাম্মদের লাশ রেখে দেয়া হয়েছিল। সেই সময়ে নানাবিধ কোন্দলে ব্যস্ত ছিল নবীর সাহাবীগণ। আপনারা আরব অঞ্চলে তীব্র গরমের কথা জানেন, এই গরমের মধ্যে তিনদিন লাশ রেখে দেয়া যে কতটা বীভৎস বিষয় হতে পারে, সেটুকু চিন্তার দায়িত্ব পাঠকের হাতেই ছেড়ে দিচ্ছি। [1]

নবীর দাফন

তথ্যসূত্র

  1. হয়রত আয়িশা রাযিয়াল্লাহু আনহা, আব্বাস মাহমুদ আল আক্কাদ ও মাওলানা জালালুদ্দীন সুয়ূতি, ভাষান্তরঃ মুহাম্মদ হাসান রহমতী, আধুনিক প্রকাশনী, পৃষ্ঠা ৯৯, ১০০ []
সর্বস্বত্ব সংরক্ষিত © সংশয় - চিন্তার মুক্তির আন্দোলন