ঘরের মধ্যে প্রস্রাব করতেন নবী

Print Friendly, PDF & Email

নবী মুহাম্মদ ঘরের মধ্যেই প্রস্রাব করতেন। সারারাত সেই প্রস্রাব ঘরের মধ্যেই থাকতো, গন্ধ ছড়াতো। তার মধ্যেই ঘুমাতেন নবী, তার স্ত্রীর সাথে সহবতও করতেন সেই গন্ধ নিয়ে।

মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
হাদিস একাডেমি
অধ্যায়ঃ পর্ব-৩ঃ পাক-পবিত্রতা
পরিচ্ছদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ – পায়খানা-প্রস্রাবের আদাব
৩৬২-(২৯) উমায়মাহ্ বিনতু রুক্বায়ক্বাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খাটের নিচে একটি কাঠের গামলা ছিল। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) রাতে এতে প্রস্রাব করতেন। (আবূ দাঊদ ও নাসায়ী)(1)
(1) সহীহ : আবূ দাঊদ ২৪, নাসায়ী ৩২, সহীহুল জামি‘ ৪৮৩২।
হাদিসের মানঃ সহিহ (Sahih)

সুনান আবূ দাউদ (তাহকিককৃত)
আল্লামা আলবানী একাডেমী
অধ্যায়ঃ ১/ পবিত্রতা অর্জন
পরিচ্ছদঃ ১৩. কোন ব্যক্তি রাতে পাত্রে পেশাব করে তা নিকটে রেখে দেয়া
২৪। হুকাইমাহ বিনতু উমাইমাহ বিনতু রুক্বাইক্বাহ তাঁর মা থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর একটি কাঠের পাত্র ছিল। সেটি তাঁর খাটের নিচে থাকত। রাতের বেলায় তিনি তাতে পেশাব করতেন।(1)
হাসান সহীহ।
হাদিসের মানঃ হাসান (Hasan)

এই বিষয়ে ইসলামিক এপোলোজিস্টগণ প্রায়ই বলতে চেষ্টা করেন, রাতের বেলা শত্রুর আক্রমণের ভয়ে নবী ঘরের ভেতরেই প্রস্রাব করতেন। কিন্তু, মহাবিশ্বের সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ নিজে যার বন্ধু, ফেরেশতা বাহিনী যার নিরাপত্তায় সদাসর্বদাই নিয়োজিত, সে ভয়ে রাতের বেলা ঘরের ভেতরে প্রস্রাব করতো, এ কেমন যুক্তি?